খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছি: কর্নেল অলি

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

কর্নেল অলি বলেন, ‘খালেদা জিয়ার মতো এত গুণে গুণান্বিত একজন গুণী এবং সর্বজনীন গণতন্ত্রের রূপকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বিনা দোষে কারাগারে রেখে যে অন্যায় করছেন, একদিন আল্লাহর কাছে কী জবাব দিবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মুক্তি চাই। আমি একজন বীর বিক্রম তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ খালেদা জিয়ার মুক্তির জন্য আপনাদের সঙ্গে আমি যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com