প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ, কর্মচঞ্চল সদরঘাট
প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঈদুল ফিতরের ছুটির পর সোমবার (১৫ এপ্রিল) থেকে অফিস-আদালত খোলার কথা রয়েছে বলে রাজধানীতে পেশাজীবী শ্রমজীবী মানুষ ফিরতে শুরু করেছে। পরিবার নিয়ে গ্রামে ঈদ কাটিয়ে হাসিমুখে মানুষ কর্মস্থলের উদ্দেশ্যে রাজধানী ঢাকায় ফিরছেন। ফাঁকা ঢাকা ফের সরগরম ও কর্মচঞ্চল হতে শুরু করেছে বুড়িগঙ্গার তীরবর্তী সদরঘাট।
মানুষ ঢাকামুখী হওয়ায় ধীরে ধীরে চিরচেনা রাজধানী তার পুরনো চেহারায় ফিরছে। ঈদের পর ঘর থেকে শহরে ফেরা মানুষে আবারো কর্মচঞ্চল হয়ে উঠতে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষজনের চিরচেনা নৌপথ সদরঘাট লঞ্চ টার্মিনাল। লঞ্চের হর্ন ও যাত্রীদের পদচারণায় সদরঘাট যেন আবার পূরনো রুপে ফিরেছে। কালবৈশাখী শঙ্কা থাকলেও তেমন পরিবেশ সৃষ্টি না হওয়ায় নিরাপদে ফিরতে পেরে আনন্দিত যাত্রীরা।