আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ: শিল্পমন্ত্রী

0

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বৈশাখের উৎসবে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে আমরা একাকার হয়ে যাই। আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

পুরোনো দিনের সব গ্লাানি ভুলে আমরা নবযাত্রায় অঙ্গীকারাবদ্ধ হই। মেলা-পার্বণ আমাদের এ অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতি।
রোববার (১৪ এপ্রিল) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মনোহরদী সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। সব ধর্মের মানুষ একসঙ্গে বাংলা বছরের প্রথম দিন উদযাপন করেন । আমাদের এসব সংস্কৃতি বাঙালি জীবনের অনুসঙ্গ। বাংলা নববর্ষ সারা বিশ্বে বাঙালিরা উদযাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com