রাষ্ট্রীয় মালিকানায় রাজশাহী পাটকল চালুর দাবিতে বিক্ষোভ
রাষ্ট্রীয় মালিকানায় আবারও রাজশাহী পাটকল চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকরা।
রোববার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে পাটকলের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি কাটাখালি বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী জুট মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে। এতে কয়েকশ’ শ্রমিক অংশ নেন।
রাজশাহীর পবা উপজেলার কাটাখালি এলাকায় ১৯৫৫ সালে এ পাটকল প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রীয় ব্যবস্থাপনাতেই এখানে উৎপাদন চলতো। ২০২০ সালে দেশের ২৫টি পাটকলই ইজারা দিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় চালানোর সিদ্ধান্ত নেয় সরকার। ওই সময় কথা ছিল আধুনিকায়নের পর তিন মাসের মধ্যেই পাটকলে আবার উৎপাদন শুরু হবে। কিন্তু চার বছর পার হলেও রাজশাহী পাটকল আর চালু হয়নি। এতে পাটকলের প্রায় ১ হাজার ৭০০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।