ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে চাঁদাবাজি চলবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

0

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি বলেছেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে যাত্রীবাহী পরিবহনে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করার সুযোগ নেই। এমনকি সড়কে চাঁদাবাজিও বরদাস্ত করা হবে না।

শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় নিজ বাসভবনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঈদযাত্রায় মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা ইতোমধ্যেই গ্রহণ করেছে সরকার। মহাসড়কে চাঁদাবাজি ও যাত্রীবাহী পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া শুরু হয়েছে বলে জানতে পেরেছি। যারা এ ধরনের কাজ করছে তারা মানুষের মধ্যে পড়েন না। আগামী সোমবার মন্ত্রণালয়ের সভা রয়েছে, সভায় বিষয়টি নিয়ে কথা বলবো। কোনোভাবেই ঈদে অতিরিক্ত ভাড়া নিতে দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, রমজানে সরকারের পক্ষ থেকে গরুর মাংস, দুধ ও ডিম সুলভ মূল্যে বিক্রি চলমান রয়েছে। বিভিন্ন ব্যক্তিও এ কাজে অংশ নিয়েছেন, সেটার প্রভাব পড়েছে বাজারে। আগের বছরগুলোতে বাজারে হাহাকার পরে যেতো, কিন্তু সরকারের এই উদ্যোগের কারণে এবার রোজায় সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com