বকেয়া বেতন-ঈদ বোনাস ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

0

রাজধানীর ধামরাইয়ে বকেয়া বেতন, ঈদ বোনাস ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ (বৃহস্পতিবার) তাদের বেতন ও বোনাস দেওয়ার নির্ধারিত তারিখ ছিল।

তবে গতকালই কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কাউন্সিল বাজার সংলগ্ন ওডিসি ক্রাফট প্রাইভেট লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকা অবরোধ করলে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ।

শ্রমিকদের দাবি, ওই কারখানায় প্রায় ২ হাজার ৩০০ শ্রমিক কাজ করেন। প্রতি মাসেই বেতন দিতে ঝামেলা করে কারখানা কর্তৃপক্ষ। ঈদকে সামনে রেখে পরিকল্পনা করে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করা হয়েছে। স্টাফদের বেতন না দেওয়ায় তারা গত ২ এপ্রিল কর্মবিরতি পালন করেন। আজ শ্রমিকদের বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল শ্রমিকদের কোনো ধরনের নোটিশ না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকরা গতকাল থেকেই কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। আজ দ্বিতীয় দিনেও বিক্ষোভ করেছেন তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com