মুন্সিগঞ্জের শ্রীনগরে আগুনে পুড়লো ৫ বসতঘর
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে গেছে। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পালপাড়া কলেজগেইট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহত না হলেও বসতঘর ও আসবাবপত্র পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
স্থানীয় ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় পালপাড়া এলাকার মৃত মানিক হাওলাদারের ছেলে মাওলা হাওলাদারের মালিকানাধীন বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। বাড়িতে ১৮টি কক্ষে ভাড়াটিয়াদের ভাড়া দেওয়া হয়েছিল। মুহূর্তে সবগুলো কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে এরমধ্যে ৫টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার পরপরই সবাই ঘর থেকে বেরিয়ে আসায় কোনো হতাহত হয়নি।
মাওলা হাওলাদারের পরিবারের দাবি, সব মিলিয়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়লেন তারা ও ভাড়াটিয়া ১২টি পরিবার।