দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থে আমেরিকায় ২ বাড়ি মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর
দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থে নিউইয়র্ক সিটিতে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রী সুখবাতার ব্যাটবোল্ড। সম্প্রতি ব্রুকলিনের কেন্দ্রীয় কৌঁসুলিরা স্থানীয় আদালতে এমন অভিযোগ করেছেন।
বিবিসি জানিয়েছে, ম্যানহাটানের প্রাণকেন্দ্রে থাকা ব্যাটবোল্ডের ওই সম্পত্তির মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (১৫৪ কোটি টাকা প্রায়)। অবৈধ অর্থে কেনা এসব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাবে মার্কিন কর্তৃপক্ষ।
২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ব্যাটবোল্ড। চীন-রাশিয়ার সীমান্তবর্তী দেশটিতে খনি একটি প্রধান শিল্প।
অভিযোগ উঠেছে, নিজের পরিবার নিয়ন্ত্রিত একটি কোম্পানিকে বিশাল একটি খনি প্রকল্পের কাজ অবৈধভাবে পাইয়ে দিয়েছিলেন ব্যাটবোল্ড।
নিজের বিরুদ্ধে ওঠা এসব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ৬০ বছর বয়সী এ রাজনীতিক এখনো দেশটির পার্লামেন্টে বসেন।
মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, পরিবারের বিলাসবহুল জীবনযাত্রায় অর্থায়নের জন্য অবৈধ শেল কোম্পানি ব্যবহার করে খনিচুক্তির মাধ্যমে লাখ লাখ ডলার সরিয়েছেন ব্যাটবোল্ড।
এফবিআইর অ্যাসিস্ট্যান্স ডিরেক্টর-ইন-চার্জ জেমস স্মিথ বলেন, ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য ব্যাটবোল্ডের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আইন মেনে চলা সাধারণ নাগরিকরা।
এই ঘটনায় ব্যাটবোল্ড নিজে যুক্তরাষ্ট্রে কোনো মামলার মুখোমুখি হচ্ছেন না। তবে মার্কিন কৌঁসুলিদের দাবি যদি আদালতে বৈধ প্রমাণিত হয়, তাহলে তার সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা হতে পারে।