এফ-১৬ পরমাণু অস্ত্র ইউক্রেনের কাজে আসবে না: পুতিন

0

টানা দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। দখলদার রুশ বাহিনীকে হটিয়ে দিতে পশ্চিমারা ইউক্রেনকে অসংখ্য অস্ত্র সহায়তা দিচ্ছে। তবে ইউক্রেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে চেয়ে আসছে আধুনিক এফ-১৬ যুদ্ধবিমান।

এমনকি এই ফাইটার দেওয়ার আগে অত্যাধুনিক এই যুদ্ধবিমান চলনার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে ইউক্রেনীয় পাইলটদের। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে এই যুদ্ধবিমান দিলেও তা এই যুদ্ধে কোনও কাজে আসবে না, যদিও এই বিমান পারমাণবিক অস্ত্র বহন করতে পারে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাশিয়ার সামরিক পাইলটদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বার্তা সংস্থাগুলো পুতিনকে উদ্ধৃত করে বলেছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে এফ-১৬ ফাইটার জেট সরবরাহ করলেও এই বিমানটি যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না।

পুতিন আরও বলেন, তবে এই ফাইটার জেটগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এবং মস্কোকে তার সামরিক পরিকল্পনায় এটি বিবেচনায় রাখতে হবে।

রুশ বার্তাসংস্থা তাস বলছে, মস্কোর উত্তর-পশ্চিমে একটি সমাবেশে বুধবার পাইলটদের উদ্দেশ্যে ভাষণ দেন পুতিন। সেখানে তিনি বলেন, ‘যদি তারা (ইউক্রেনকে) এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করে এবং তারা এই বিষয়ে কথাও বলছে এবং স্পষ্টতই পাইলটদের প্রশিক্ষণও দিচ্ছে, তারপরও এটি যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটাবে না।’

রাশিয়ার এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘এবং আমরা এই বিমানগুলোকেও ধ্বংস করব ঠিক যেমন আমরা আজ ট্যাংক, সাঁজোয়া যান এবং একাধিক রকেট লঞ্চারসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করছি।’

পুতিন উল্লেখ করেছেন, এফ-১৬ ফাইটারগুলোর পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা রয়েছে ‘এবং আমরা কীভাবে এই বিষয়গুলো মোকাবিলা করব তা আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে’।

তিনি আরও বলেন, ‘এফ-১৬ যুদ্ধবিমানগুলো (রাশিয়ার হামলার) বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে, সেটা তারা যেখানেই থাকুক না কেন। অবশ্যই যদি এই যুদ্ধবিমানগুলো তৃতীয় কোনও দেশের বিমানঘাঁটি থেকে ব্যবহার করা হয়, তবে তারাও আমাদের জন্য বৈধ লক্ষ্যে পরিণত হবে। যেখানেই তারা অবস্থান করবে, সেটাই আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com