আমাকে জেলে রেখে পিটিআই নেতা-কর্মীদের ছেড়ে দিন: ইমরান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাঁকে জেলে রাখতে চাইলে রাখা হোক, তবু তাঁর দলের নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া হোক। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলার শুনানির পর সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে ইমরান খান এই আহ্বান জানান। এ সময় ইমরান খান পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার প্রতি আহ্বান জানান, গত বছরের ৯ মে সেনা স্থাপনায় ভাঙচুরের অভিযোগে তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেগুলোর তদন্তে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হোক।
ইমরান খান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্তই হয়নি।’ এ সময় তিনি বলেন, তথ্য-প্রমাণ লোপাট ও লুকিয়ে রাখাও একধরনের অপরাধ। ইমরান খান বলেন, ‘একটি রাজনৈতিক দলকে ৯ মে’র ঘটনার ওপর ভিত্তি করে স্রেফ নাই করে ফেলা হচ্ছে।’
এই মামলার বিচারে ন্যায্যতা নিশ্চিতের দাবি জানিয়ে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, পিটিআই নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। এ সময় তিনি বলেন, ‘যদি আপনারা আমাকে জেলে রাখতে চান, রাখুন। তার পরও বাকিদের ছেড়ে দিন।’