ব্রিটিশ রাজনীতিদের ওপর কয়েক দফা সাইবার হামলার পেছনে রয়েছে চীনের হাত
যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অলিভার ডাউডেন পার্লামেন্টে বলেছেন, ব্রিটিশ রাজনীতিদের ওপর কয়েক দফা সাইবার হামলার পেছনে চীনের হাত রয়েছে। দি টাইমস এ খবর প্রকাশ করেছে।
পার্লামেন্টের নিরাপত্তাবিষয়ক পরিচালক আলিসন জাইলস সংবাদপত্রে প্রকাশিত খবরের ব্যাপারে অবহিত করার জন্য একদল রাজনীতিবিদকে তলব করেন। তারা সবাই ইন্টার-পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়নার সদস্য।
টাইমসের খবরে বলা হয়, ব্রিটিশ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য রাষ্ট্রীয় মদতপুষ্ট হস্তক্ষেপের অংশ ছিল এই হামলা।
এ ব্যাপারে সরকারের মুখপাত্র মন্তব্য করতে অস্বীকার করেছেন।
লন্ডনস্থ চীনা দূতাবাসও এ নিয়ে মন্তব্য করার জন্য পাঠানো ইমেইলের কোনো জবাব তাৎক্ষণিকভাবে দেয়নি।
সূত্র : ব্লুমবার্গ