গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য-অস্ট্রেলিয়ার

0

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। শুক্রবার (২২ মার্চ) যৌথ এক বিবৃতির মাধ্যমে এই আহ্বান জানিয়েছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শাপসের সঙ্গে অ্যাডিলেডে আলোচনা করেন।

সেই আলোচনার পর এক যৌথ বিবৃতিতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাহফাতে ইসরায়েলের পরিকল্পিত স্থল হামলার সম্ভাব্য বিধ্বংসী পরিণতি বিষয়ে সতর্কতা করেছে দেশ দুটি।

গাজায় ত্রাণ প্রবেশে অনুমোদন ও জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে যুদ্ধবিরতির তাগিদ দিয়েছেন তারা।

গাজায় নিরাপদ স্থান নেই উল্লেখ করে মন্ত্রীরা বলেন, গাজার সর্বদক্ষিণে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ওই অঞ্চলে বহু বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন।

বৃহস্পতিবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই প্রস্তাবে পরই এই আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।

তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব পাস হয়নি। পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া বিপক্ষে ভোট দেওয়ায় প্রস্তাবটি পাস হতে ব্যর্থ হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com