গাজায় ইসরাইলের হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলমানদের নজরদারিতে রেখেছে এফবিআই
‘ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) গাজায় ইসরাইলের হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদের কঠোরভাবে যাচাই-বাছাই করছে।’
মঙ্গলবার (১৯ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক স্বাধীনতা সংস্থার পক্ষে কাজ করা এক আইনজীবী এমন মন্তব্য করেছেন।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) লস অ্যাঞ্জেলেস অফিসের নাগরিক অধিকার ব্যবস্থাপনা অ্যাটর্নি দিনা চেহাতা আনাদোলু এজেন্সিকে (এএ) বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদেরকে বহু বছর ধরে এফবিআই নজরদারি করছে। কিন্তু ৭ অক্টোবর গাজায় ইসরাইলি হামলার পর ওই অভিযোগ বেড়েছে।
তিনি আরো বলেন, সিএআইআর এর লস এঞ্জেলেস অফিস দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ফিলিস্তিনি, আরব এবং মুসলিম সম্প্রদায়ের সদস্যদের থেকে এমন অসংখ্য অভিযোগ পেয়েছে।
চেহাতা বলেন, ‘ইসরাইল যুদ্ধের পর আমরা সম্প্রতি অভিযোগ পেয়েছি যে এফবিআই এজেন্টরা আমাদের সম্প্রদায়ের সদস্যদের সাথে সরাসরি যোগাযোগ করেছে। কারো সাথে ফোনে, আবার কারো বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। আমরা এটিকে আমাদের সম্প্রদায়ের প্রতি এফবিআই নজরদারি ও জিজ্ঞাসাবাদ বলে মনে করি।’