গাজা শহরের আল-শিফা হাসপাতালে ইসরাইলের হামলা নিহত ২৫০

0

গাজা শহরের আল-শিফা হাসপাতালে ইসরাইলের চলমান হামলায় ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে।

মঙ্গলবার ফিলিস্তিনি সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।

এছাড়া বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, সোমবার ইসরাইলি সামরিক বাহিনী হাসপাতালে অভিযান চালায়। সেখানে হাজার হাজার অসুস্থ এবং আহত রোগীর পাশাপাশি বাস্তুচ্যুত লোক রয়েছে।

মিডিয়া অফিসের এক মুখপাত্র বলেন, ‘ইসরাইলি বাহিনী হাসপাতালে গুলি চালায়, এতে ২৫০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত বা আহত হয়।’

ইসরাইলি বাহিনী হাসপাতালে বেশ কয়েকটি শিশুকে ‘হত্যা’ করেছে বলে জানা গেছে। তবে মিডিয়া অফিস এ বিষয়ে বিস্তারিত জানায়নি।

তবে ইসরাইলি সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যরা হাসপাতালের অভিযানের সময় ৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১৮০ জনকে বন্দী করেছে।

ফিলিস্তিনি মিডিয়া অফিসের মুখপাত্র জোর দিয়ে বলেন, ‘এটি একটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন।’
সূত্র : মিডেল ইস্ট মনিটর

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com