ইইউ’র পরিবেশ সংক্রান্ত পরিবর্তিত নীতির বিরুদ্ধে বিক্ষোভ

0

ইইউ’র পরিবেশ সংক্রান্ত পরিবর্তিত নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন স্পেনে কৃষকরা। তাদের দাবি, নীতিতে পরিবর্তন সত্ত্বেও তারা তাদের উৎপন্ন পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না।

তাদের উপর আর্থিক বোঝা বাড়ছে।
কৃষকরা কৃষি মন্ত্রণালয়ে মিছিল করে যান। তারা জানিয়ে দেন, ইইউ যে পরিবেশ নিয়মে পরিবর্তন এনেছে, তাতে তারা খুশি নন। কৃষকের দাবি, ইইউ-র আইনের কারণে আমাদের দমবন্ধ লাগছে।

ট্রেড ইউনিয়ন নেতা লুই কর্টেস স্পেন সরকারকে সাবধান করে দিয়ে বলেছে্ন, যদি কোনো সমাধান না হয়, তাহলে তারা চাপ আরো বাড়াবেন। উত্তেজনাও বাড়বে। তিনি অন্তত একমাসের মধ্যে সরকারের অবস্থান জানতে চান।

কর্টেস বলেছেন, কৃষকদের সহায়তা করার জন্য আইন হওয়া উচিত। কৃষকদের শস্যের গুণগত মান যাতে বাড়ে তার দিকে লক্ষ্য রেখে পরিবেশগত নিয়ম করা উচিত। ইইউ উপযুক্ত পরিবেশ আইন করুক। এর সঙ্গে কৃষিকে মিশিয়ে দেয়া ঠিক নয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com