১৯৫৬ সালের ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে আমেরিকায়

0

পুনরাবৃত্তি হতে চলেছে আমেরিকা ১৯৫৬ সালের ইতিহাসের। ৬৮ বছর পর আবারো মুখোমুখি প্রার্থীরা যারা তার আগেরবারও লড়াই করেছিলেন। ৮১ বছর বয়সে জো বাইডেন ইতিমধ্যেই মার্কিন ইতিহাসের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের খেতাব অর্জন করেছেন। অন্যদিকে ৭৭ বছর বয়সী ট্রাম্প একাধিক ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। এছাড়াও, এই দুইয়ের মধ্যে একটি ঐতিহাসিক বাঁকও রয়েছে, সেই ১৯৫৬ সালের পর, অর্থাৎ প্রায় ৭০ বছর পর আমেরিকার রাজনীতিতে প্রেসিডেন্ট পদে হবে রিম্যাচ, আগামী নভেম্বরের নির্বাচনে। এর আগে, ১৯৫৬ সালে যখন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার এবং অ্যাডলাই স্টিভেনসন মুখোমুখি হয়েছিলেন তখন এই ঘটনা হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন (৮১) ওয়াশিংটনে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে জয়লাভ করে তার দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন। জর্জিয়ায় প্রাইমারি জেতার পর মনোনয়নে এই বিজয় অর্জন করেছেন বাইডেন। একইসাথে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রিপাবলিকানদের প্রাইমারি নির্বাচনে জয়লাভ করে নিজের দল থেকে রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার দিকে এগিয়ে এসেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com