ভাই বাবুন বন্দোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলেন মমতা বন্দোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তার সহোদর ভাই বাবুন বন্দোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রসূন বন্দোপাধ্যায় নামের স্থানীয় এক রাজনীতিককে মমতা মনোনয়ন দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন বাবুন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বাবুনের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।
বুধবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে মমতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আমার পরিবার এবং আমি বাবুনের সাথে সব ধরনের সম্পর্ক ত্যাগ করছি…।’’
‘‘প্রত্যেক নির্বাচনের আগে, সে একটি সমস্যা সৃষ্টি করে। আমি লোভী লোকজনকে অপছন্দ করি। আমি বংশের রাজনীতিতে বিশ্বাস করি না, তাই আমি তাকে নির্বাচনে টিকিট দেব না। আমি তাকে ত্যাগ করার এবং তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি,’’ বলেন তৃণমূল প্রধান।
এর আগে, প্রসূন বন্দোপাধ্যায়কে হাওড়া আসনে তৃণমূল কংগ্রেস পুনরায় মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বাবুন। বাবুন বলেছিলেন, ‘‘আমি প্রসূনকে প্রার্থী করায় খুশি নই… (তিনি) সঠিক প্রার্থী নন। অনেক যোগ্য প্রার্থী রয়েছেন, যাদের উপেক্ষা করা হয়েছে।’’
ওই আসনে নিজে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে মমতার ভাই বলেন, ‘‘প্রসূন আমাকে যে অপমান করেছিলেন তা আমি কখনই ভুলতে পারবো না।’’ ভোটারদের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও জানান তিনি।
‘‘আমি জানি দিদি (মমতা) আমার সাথে একমত হবেন না। কিন্তু যদি প্রয়োজন হয়, আমি হাওড়া লোকসভা আসন থেকে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব,’’ বলেন বাবুন।
পশ্চিমবঙ্গের মর্যাদাপূর্ণ হাওড়া আসনের তিনবারের বিজয়ী আইনপ্রণেতা প্রসূন বন্দোপাধ্যায়। ২০০৯ সালে কমিউনিস্ট পার্টির কাছ থেকে আম্বিকা বন্দোপাধ্যায় বিজয় ছিনিয়ে নেওয়ার পর থেকে তৃণমূলের দখলে রয়েছে এই আসনটি।
সূত্র: এনডিটিভি।