ভারতের লোকসভা নির্বাচনে মিমি-নুসরাত বাদ, মমতার ভরসা দেব-রচনায়

0

ঘনিয়ে আসছে ভারতের লোকসভা নির্বাচন। এরইমধ্যে প্রার্থী ঘোষণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। রবিবার (১০ মার্চ) তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। বিশাল জনসভায় বর্ণাঢ্য আয়োজনে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলটির নেতা মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারের নির্বাচনে মমতার ভরসা হারালেন টলিউডের দুই অভিনেত্রী। তারা হলেন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। এর আগে নির্বাচনে তারা দুজনেই জয়লাভ করেছিলেন। কিন্তু ব্যক্তিগত নানা ইস্যুতে তারা বহুবার বিতর্কে জড়িয়েছেন। হয়তো সে কারণেই এবার আর তাদের ওপর আস্থা রাখতে পারেননি ‘বাংলার’ দিদি।

তবে নিজের জায়গা ঠিক রেখেছেন অভিনেতা দেব (দীপক অধিকারী)। বরাবরের মতো ঘাটাল আসন থেকেই লোকসভা নির্বাচনে লড়বেন তিনি। এছাড়াও এবার মমতার হয়ে ভোটের মাঠে নামবেন অভিনেত্রী-সঞ্চালক রচনা ব্যানার্জি (হুগলি), অভিনেত্রী সায়নী ঘোষ (যাদবপুর), জুন মালিয়ারা (মেদিনীপুর)।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে অংশ নিয়ে জয় পান নুসরাত। একই আসরে যাদবপুরের কাণ্ডারি হয়েছিলেন মিমি।

সূত্র: আনন্দবাজার

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com