জো-বাইডেনকে ‘জেনোসাইড জো’ বলে আখ্যা

0

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য আটলান্টায় এক প্রচারে বক্তৃতা দেয়ার সময় এক ফিলিস্তিনপন্থী কর্মী জো-বাইডেনকে ‘জেনোসাইড জো’ বলে আখ্যা দিয়েছেন।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে ওই কর্মীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘হাজার হাজার ফিলিস্তিনি মারা গেছে। শিশুরা মারা যাচ্ছে।’

তিনি আরো বলেন, এসব আপনার কারণে হচ্ছে, ‘আপনি একজন স্বৈরশাসক, আপনি জেনোসাইড (গণহত্যা) জো’।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ প্রতিবাদ করার পরে ওই বিক্ষোভকারীকে নিরাপত্তা বাহিনীর কর্মীরা টেনে নিয়ে যায়।

এ বক্তব্যের পর ওই প্রচারে বাইডেন বলেন, তিনি প্রতিবাদকারীর ‘আবেগ’কে ‘বিরক্ত’ মনে করেননি। মার্কিন নেতা যোগ করেছেন যে- ‘অনেক ফিলিস্তিনি আছে যারা অন্যায়ভাবে হামলার শিকার হচ্ছে’।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পরই ইসরাইল গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে- যা অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
সূত্র : আল-জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com