লিভারপুলকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনাল
লিভারপুলকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে আর্সেনাল। ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে গানাররা।
গতকাল শনিবার আর্সেনালের সামনে টেবিলের শীর্ষে ওঠার দারুণ একটি সুযোগ এসেছিল। কিন্তু প্রথমার্ধে আর্সেনালের গোলরক্ষকের ভুলে সেই সুযোগ প্রায়ই হাতছাড়া করতে বসেছিল মিকেল আরতেতার দল। তবে শেষ পর্যন্ত আর্সেনালকে শীর্ষে তুলেছেন কাই হেভার্টজ। ৮৬তম মিনিটে গোল করে ২-১ ব্যবধানে আর্সেনালের জয় নিশ্চিত করেন তিনি।
বর্তমানে ২৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৪। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে লিভারপুল। ২৭ ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
আজ রোববার রাতে লিভারপুলের বিপক্ষে ম্যানসিটির ম্যাচ রয়েছে। ম্যাচটি ড্র হলে আর্সেনালই থাকবে শীর্ষে।