নেতানিয়াহু হিটলার, মুসুলিনির পাশে নাম লেখাচ্ছেন: এরদোগান

0

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলার, স্ট্যালিন ও মুসুলিনির সাথে তুলনা করেছেন। তিনি গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণাও করেন।

শনিবার ইস্তাম্বুলে এক বক্তৃতায় এরদোগান বলেন, নেতানিয়াহু এবং তার প্রশাসন গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করার মাধ্যমে হিটলার, মুসুলিনি ও স্ট্যালিনের পাশে তাদের নাম লেখাচ্ছেন। তিনি তাদেরকে আজকের দিনের নাৎসি হিসেবেও অভিহিত করেন।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইলের তীব্র সমালোচনা করে আসছেন এরদোগান। তিনি ইতোপূর্বে ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে গাজায় ইসরাইল ‘গণহত্যা’ চালাচ্ছে বলে অভিযুক্ত করেন।

তিনি তার বক্তৃতায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকার করতে অস্বীকার করে বলেন, তুরস্ক দৃঢ়ভাবে হামাস এবং এর নেতাদের সমর্থন করে।

সূত্র : টাইমস অব ইসরাইল

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com