জনগণের চাহিদা অনুযায়ী রেলকে গতিশীল করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: মন্ত্রী
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, জনগণের চাহিদা অনুযায়ী রেলকে স্বয়ংসম্পূর্ণ ও গতিশীল করে এর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। রেলের কাছে আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছুই নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রেলকে জনবান্ধব পরিবহনে পরিণত করে প্রতিটি জেলায় রেলসেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি।
শনিবার (৯ মার্চ) রেল ভবনের সভা কক্ষে বাংলাদেশ রেলওয়ের পরিচালন এবং উন্নয়ন বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, রেলের অনেকগুলো সমস্যা রয়েছে, তার মধ্যে অন্যতম সমস্যা জনবল সংকট। জনবলের কারণে রেলে যাত্রীদের চাহিদা অনুযায়ী সেবা দেওয়া যাচ্ছে না। সৈয়দপুরসহ রেলের সব কারখানায় লোকবল কম থাকায় উৎপাদনও আশানুরূপ হচ্ছে না।