রমজানে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা ‘কঠিন হবে’: বাইডেন

0

রমজান মাসে ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি কার্যকর করা ‘কঠিন হবে’ বলে মনে করছেন মাকির্ন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (৮ মার্চ) একটি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

রমজান মাস বিশ্বজুড়ে মুসলিমদের কাছে একটি পবিত্র মাস। চলতি বছরের পবিত্র এই মাস শুরুর আগে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা করে যাচ্ছিলো মধ্যস্থতাকারীরা। তবে এ প্রচেষ্টা এখনও কোনও আলোর মুখ দেখেনি। গত সপ্তাহে কোনও সিদ্ধান্ত ছাড়াই কায়রোতে এ বিষয়ের আলোচনা শেষ হয়েছে।

টানা পাঁচ মাস ধরে চলা এ যুদ্ধ থামানোর প্রচেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মুসলিমদের পবিত্র রমজান মাসের মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করা ‘কঠিন’ হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com