মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনকে নিবন্ধন দিয়েছে রাশিয়ার নির্বাচন কমিশন
আসন্ন পেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ভ্লাদিমির পুতিনকে নিবন্ধন দিয়েছে রাশিয়ার নির্বাচন কমিশন। সোমবার (২৯ জানুয়ারি) তার নিবন্ধন চূড়ান্ত করা হয়।
রুশ নির্বাচন কমিশন জানিয়েছে,পুতিনের সঙ্গে ডানপন্থি ফায়ারব্র্যান্ড ও পুতিনের অনুগত লিওনিড স্লুটস্কিকেও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধিত করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসের ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
এদিকে, নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য পর্যাপ্ত স্বাক্ষর সংগ্রহ করতে পেরেছেন উদারপন্থি প্রতিদ্বন্দ্বী বরিস নাদেজদিন। তবে শেষ পর্যন্ত তাকে নির্বাচন করার অনুমতি দেওয়া হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। ক্রেমলিন বলছে, নাদেজদিনকে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে না।
এদিকে, মানবাধিকার গোষ্ঠীগুলো রাশিয়ার পূর্ববর্তী প্রেসিডেন্ট নির্বাচনগুলোতে অনিয়মের অভিযোগ তুলেছে। আর এবারের নির্বাচনে স্বাধীন পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণে বাধা দেওয়া হতে পারে বলে আশঙ্কা তাদের। তাছাড়া ২০২০ সালে বিতর্কিত সাংবিধানিক সংস্কারের পর পুতিনের সামনে এখন অন্তত ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ রয়েছে।