ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচন: ভোটে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাব
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম রাউন্ডের ভোট অনুষ্ঠিত হয়েছে। এ ভোটে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাব। ১১ ফেব্রুয়ারি পরের পর্বের লড়াই হবে স্টাব ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাভিস্তোর মধ্যে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনে মোট নয়জন প্রার্থী ছিলেন। এর মধ্যে স্টাব পেয়েছেন ২৭.২ শতাংশ ভোট এবং হাভিস্তো পেয়েছেন ২৫.৮ শতাংশ ভোট। বাকিরা কেউই পরবর্তী পর্বে অংশ নেওয়ার মতো ভোট পায়নি।
নির্বাচনী কর্মকর্তারা বলছেন, প্রথম পর্যায়ের নির্বাচনে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে। এই ফলাফলের পর স্টাব বলছেন, আমরা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। আমি খুব খুশি এই ফলাফলে।