যুদ্ধবিরতি শেষেই গাজায় পূর্ণ শক্তি প্রয়োগ করে হামলা শুরু হবে: বাইডেনকে জানালেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চলমান চারদিনের যুদ্ধবিরতি শেষ হলেই ফিলিস্তিনের গাজায় পূর্ণ শক্তি প্রয়োগ করে হামলা শুরু করবে ইসরায়েলি বাহিনী। আর একথা তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন।
স্থানীয় সময় রোববার নেতানিয়াহু সাংবাদিকদের একথা বলেন। তবে নেতানিয়াহু এটাও বলেছেন যে, যুদ্ধবিরতির শর্ত পূরণে হামাস রাজি থাকলে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে।