৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমাবর্ষণে ১৩ হাজারের বেশি মানুষ নিহত

0

গত রাতেও গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আল-বুরিজ ক্যাম্প, রাফাহ এবং গাজা সিটিসহ অন্যান্য এলাকায় আঘাত করেছে ইসরায়েলি জঙ্গিবিমান গুলো।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমাবর্ষণে আজ পর্যন্ত গাজায় ১৩ হাজার ৩ শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসই আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলোকে এই খবর জানিয়েছে।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল এখনও ইসরায়েলি ট্যাঙ্ক বেষ্টিত হয়ে আছে। ভিতরে শত শত ফিলিস্তিনি আটকা পড়েছে। এর আগে হাসপাতালটিতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছিল বলে ডাব্লিউএইচও জানিয়েছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের পূর্বে বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী বড়সড় অভিযান পরিচালনা করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক পোস্টে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো জানিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com