রুশ বাহিনীর আক্রমণের বিরুদ্ধে ওয়াশিংটন অব্যাহত সমর্থন রাখবে

0

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন। এটি ছিল তার অঘোষিত সফর।

রুশ বাহিনীর আক্রমণের বিরুদ্ধে ওয়াশিংটন অব্যাহত সমর্থন রাখবে, এমন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতেই কিয়েভ সফরে যান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

পেন্টাগন এক বিবৃতিতে সোমবার জানিয়েছে, আজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং দৃঢ় সমর্থন জোরদারকরণে সেদেশে সফর করেছেন। নিরাপত্তা উদ্বেগের কারণে সফরটি সম্পর্কে আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য কয়েক বিলিয়ন ডলার নিরাপত্তা সহায়তা দিয়েছে এবং বারবার প্রতিশ্রুতি দিয়েছে, যতদিন সময় লাগবে কিয়েভকে সমর্থন করে যাবে। তবে কট্টরপন্থী রিপাবলিকান আইনপ্রণেতাদের বিরোধিতায় মার্কিন সহায়তার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

পেন্টাগনের বিবৃতিতে উল্লেখ করা হয়, রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষায় ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতি তুলে ধরবেন অস্টিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com