গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য জো বাইডেনকে ২৪ আইন প্রণেতার আহ্বান

0

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য জো বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির কমপক্ষে ২৪ সদস্যের একটি দল। তারা গাজায় ইসরাইলের আক্রমণ বন্ধে সম্মত হওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছে। ক্রমবর্ধমান সংখ্যক ডেমোক্র্যাট এখন ইসরাইল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে লড়াই সম্পূর্ণ বন্ধের সমর্থন করে।

আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, বেটি ম্যাককলাম এবং মার্ক পোকানের নেতৃত্বে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘দ্বি-পক্ষীয় যুদ্ধবিরতির আহ্বান ছাড়া এই যুদ্ধ বেসামরিক জীবনের আরো ক্ষতির দিকে নিয়ে যাবে। এছাড়াও মধ্যপ্রাচ্য জুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে বিপজ্জনক এবং অবিবেচক সঙ্ঘাতে যুক্তরাষ্ট্রকে টেনে নেয়ার ঝুঁকি সৃষ্টি করবে।’

চিঠিতে আরো বলা হয়েছে, ‘আমরা প্রেসিডেন্টকে একটি মানবিক বিরতির আহ্বান জানানোর জন্য ধন্যবাদ জানাই, যেন মানবিক সহায়তা প্রবাহিত হতে পারে এবং কূটনীতি ঘটতে পারে। তবে, একটি আপাত এবং স্পষ্ট কৌশলগত পরিকল্পনার অভাবে আমরা একটি যুদ্ধবিরতি এবং শক্তিশালী, আঞ্চলিক সম্পৃক্ততা যে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করে দ্রুত তা হ্রাস করার প্রচেষ্টাকে দ্বিগুণ করতে ‍উৎসাহিত করি।’

এতে রাশিদা তালাইব, ইলহান ওমর, কোরি বুশ এবং আয়না প্রেসলির স্বাক্ষরও রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন এখন পর্যন্ত অবধি অধিকার গোষ্ঠী, ফিলিস্তিনি এবং জাতিসঙ্ঘের ১২০টি সদস্য রাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে যে ইসরাইলকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে। বাইডেন প্রশাসনের মধ্যেও ভিন্নমত বাড়ছে, একাধিক ভিন্নমতে দেখা গেছে যে বাইডেন প্রশাসনের অনেকেই যুদ্ধবিরতির পক্ষে।
সূত্র : মিডেল ইস্ট আই

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com