গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতি বিশ্বব্যাপী প্রতিক্রিয়া তীব্রতর হচ্ছে

0

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতি বিশ্বব্যাপী প্রতিক্রিয়া তীব্রতর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য, রাশিয়া থেকে মালয়েশিয়া পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসরাইলি পণ্য বয়কটের আন্দোলন গতি লাভ করায় হালাল পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। গত তিন সপ্তাহে হালাল পণ্যের চাহিদা দ্বিগুণ বেড়েছে।

ওয়ার্ল্ড হালাল সামিট কাউন্সিলের চেয়ারম্যান এবং ডিসকভার ইভেন্টের প্রধান ইউনুস ইতে বলেছেন, গাজায় গত ৪০ দিন ধরে গণহত্যা চালানো হয়েছে। এতে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের নেতারা নিরব থাকেন, জনসাধারণ তাৎপর্যপূর্ণ ক্ষোভ প্রকাশ করছে। বিশ্বের অনেক দেশে প্রতিবাদ হচ্ছে এবং আমাদের দেশের মতোই ইসরাইলি পণ্য বয়কট বিশ্বব্যাপী দিন দিন বাড়ছে।’

বিশ্বব্যাপী অনেক দেশে ইসরাইলি পণ্যের বিকল্পের অনুসন্ধান ত্বরান্বিত হয়েছে। বিষয়টি ব্যাখ্যা করে ইতে বলেন, ‘এই পরিস্থিতি হালাল-প্রত্যয়িত পণ্যের চাহিদাকে নির্দেশ করছে। বিশেষ করে গত তিন সপ্তাহে হালাল প্রত্যয়িত পণ্যের বিক্রি, খাদ্য থেকে স্বাস্থ্যবিধি উপকরণ পর্যন্ত, ফার্মাসিউটিক্যালস থেকে টেক্সটাইল এক শ ভাগের বেশি বৃদ্ধি পেয়েছে।

ইতে আরো বলেন, বিশ্বব্যাপী ইসরাইলি পণ্যগুলোর একটি শক্তিশালী একচেটিয়া অবস্থান রয়েছে। যদিও অনেক হালাল-প্রত্যয়িত পণ্য একই রকম বা এমনকি উচ্চ মানের, কিন্তু এই ব্র্যান্ডগুলো তাদের একচেটিয়া অবস্থান ভাঙতে লড়াই করছিল। এখন বিশ্বব্যাপী হালাল পণ্যের একটি শক্তিশালী চাহিদা দেখা দিয়েছে। যারা বিকল্প পণ্য খোঁজেন, তাদের চাহিদা দ্রুত বৃদ্ধি পাবে।’

সূত্র : ডেইলি সাবাহ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com