ইমরান খানের স্ত্রী বুশরা বিবি যেকোনো সময় হতে পারে গ্রেফতার
কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে। তোশাখানা এবং ১৯০ মিলিয়ন পাউন্ডের এআই-কাদির ট্রাস্ট মামলায় জড়িত থাকার ‘প্রমাণ’ পাওয়া মাত্র তাকে ‘সাক্ষী’ থেকে ‘আসামি’ করা হতে পারে বলে এনএবি (ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো) জানিয়েছে।
সূত্র জানিয়েছে, এনএবি কিছু নতুন তথ্য পাওয়ার প্রেক্ষাপটে বুশরা বিবির ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তারা এখন তথ্যগুলো যাচাই করছে। এরপরই তারা তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে।
এনএবির একটি সূত্র জানিয়েছে, তারা আর্থিক লেনদেনে বুশরা বিবির কথিত সম্পর্কের কিছু তথ্য পেয়েছে।
এদিকে এনএবি ইতোমধ্যেই তোশাখানা এবং যুক্তরাজ্যের এনসিএ (ন্যাশনাল ক্রাইম অ্যাজেন্সি) ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলার গতি ত্বরান্বিত করার উদ্যোগ গ্রহণ করেছে।
উল্লেখ্য, দুর্নীতি মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে অবশ্য আরো কয়েকটি মামলা রয়েছে।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, রয়টার্স এবং অন্যান্য