আওয়ামী লীগ দেশের জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে: শেখ হাসিনা

0

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ দেশের জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। আমরা অনেক পরিশ্রম ও সংগ্রাম করে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছি। জনগণ কখনোই ভোটচোরদের ক্ষমতায় দেখতে চায় না। জনগণের ভোটেই আমরা আবারও ক্ষমতায় আসবো। কেউ ভোট চুরি করলে দেশের মানুষ তা মেনে নেয় না। জনগণ তাদের গ্রহণ করে না। জনগণ ভোটচোরদের গ্রহণ করবেও না।’

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে কালশী ফ্লাইওভার উদ্বোধন শেষে আয়োজিত এক জনসমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

‘আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা কারো কাছে হাত পেতে চলতে চাই না। নিজেদের যে সম্পদ আছে তার ওপর ভিত্তি করেই আমরা এগিয়ে যাবো। আমরা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে পরিণত করবো।’

আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে’ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় আছি বলেই দেশের এতো উন্নয়ন হচ্ছে। আগামীতেও আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবো এবং বাংলাদেশ এগিয়ে যাবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com