দরিদ্র মানুষের দীর্ঘশ্বাসকে উপেক্ষা ও তুচ্ছ-তাচ্ছিল করছে আওয়ামী লীগ: আলাল

0

দরিদ্র মানুষের দীর্ঘশ্বাসকে উপেক্ষা ও তুচ্ছ-তাচ্ছিল করছে আওয়ামী লীগ জানিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সরকারি উদ্যোগে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগনের নিঃশ্বাস বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর সাতমাথায় মহানগর বিএনপির পদযাত্রার উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমাদের আন্দোলনের মুল দাবি ছিল দ্রব্যমূল্য কমানো। কিন্তু আমাদের আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি উদ্যোগে প্রতিদিন সকাল-বিকেল-রাতে দ্রব্যমূল্য বাড়িয়ে তা সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গেছে। আজ পবিত্র শবে মিরাজের রাত, সামনে পবিত্র রমজান। রমজানে কী করবে সে চিন্তায় মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র মানুষের দীর্ঘশ্বাস বাড়ছে। এ দীর্ঘশ্বাসকে উপেক্ষা ও তুচ্ছ-তাচ্ছিল করছে আওয়ামী লীগ। এ ক্ষমতাসীন সরকার মানুষের জীবনের কোনো গুরুত্ব দেয় না।’

তিনি আরো বলেন, আওয়ামী লীগ দাবি করে তারা গণমানুষের দল। কিন্তু তারা সাধারণ মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ দ্রব্যমূল্য বাড়াতে বাড়াতে মানষের নাক পর্যন্ত পানি তুলে দিয়েছে। তাই এখন মাথা ডুবলো কিনা তা নিয়ে দুশ্চিন্তা করে না। মানুষের এখন নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তাই তারা এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন জনগনকে সাথে নিয়ে চালিয়ে যাবে বিএনপি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com