আশা করি, দলের সবাই আরও একটা ম্যাচ ভালো খেলবে: মাশরাফি

0

সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি আগে কখনও যা করতে পারেনি, এবার তা করে দেখাল সিলেট স্ট্রাইকার্স। দারুণ ছন্দে থাকা রংপুর রাইডার্সকে দ্বিতীয় এলিমিনেটরে হারিয়ে ফাইনালে উঠে গেছে মাশরাফীর দল। সিলেটের এমন সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে নড়াইল এক্সপ্রেসের। পঞ্চমবারের মতো বিপিএল ফাইনাল খেলতে যাচ্ছেন মাশরাফি। 

সিলেটের জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। সেখানে তার কাছে অধিনায়কত্বের ম্যাজিক সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি হাসির সুরে বললেন, ‘আমার কোনো ম্যাজিক নেই। সবই আল্লাহর রহমত। ফাইনালে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক অনেক ভালো দল। এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারব না। আমি আশা করি, দলের সবাই আরও একটা ম্যাচ ভালো খেলবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com