পারমাণবিক শক্তি বিকাশ অব্যাহত রাখবে রাশিয়া

0

রাশিয়া তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রধান নিশ্চয়তা হিসাবে পারমাণবিক শক্তি বিকাশ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটি প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

মঙ্গলবার মস্কোতে সামরিক প্রধানদের সঙ্গে বছরের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর ইয়েনি শাফাক।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধবিমান, বোমারু বিমান ও মনুষ্যবিহীন আকাশযান উভয় ক্ষেত্রেই রাশিয়ার মহাকাশ বাহিনীর যুদ্ধ ক্ষমতা বাড়ানো হবে।

তিনি বলেন, আমাদের তাৎক্ষণিক পরিকল্পনা হলো আধুনিক অস্ত্র দ্বারা অস্ত্রাগার প্রসারিত করা। একটি সমান গুরুত্বপূর্ণ কাজ হলো কর্মীদের সামরিক সরঞ্জাম এবং কৌশলগত গিয়ারকে স্বল্পতম সময়ে সর্বোচ্চ স্তরে নতুনভাবে সজ্জিত করা।

শোইগু রাশিয়ার সামরিক বাহিনীর উদ্দেশ্যে বলেন, ব্যবস্থাপনা এবং যোগাযোগব্যবস্থারও উন্নতি প্রয়োজন, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার একীকরণ অন্তর্ভুক্ত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com