হিজাব ছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইরানি দাবাড়ু

0

পোশাকবিধি অমান্য করে আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশ নিলেন ইরানের এক দাবাড়ু। কাজাখস্তানে আন্তর্জাতিক দাবায় অংশ নেন সারা খাদেম।

ইরানের পোশাকবিধি অনুযায়ী, নারীদের হিজাব দিয়ে মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক। কিন্তু সারা খাদেম ইরানের সেই আইন লঙঘন করে প্রতিযোগিতায় অংশ নেন।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ইরানজুড়ে বিক্ষোভ হয়ে আসছে। ২২ বছর বয়সী কুর্দি নারী মাশা আমিনির নীতি পুলিশের হেফাজতে মৃত্যুর পর থেকে বিক্ষোভের সূত্রপাত। পোশাকবিধি লঙ্ঘন করায় মাশাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মাশার মৃত্যুর প্রতিবাদ-বিক্ষোভে ইরানে নারীদের অংশগ্রহণ উল্লেখ করার মতো। বহু নারী হিজাব খুলে, পুড়িয়ে বিক্ষোভ করেছেন।
অনেকেই প্রকাশ্যে হিজাব ছাড়া বের হচ্ছেন। বহু নারী খেলোয়াড় দেশের বাইরের বিভিন্ন প্রতিযোগিতায় হিজাব পরছেন না।
দাবাড়ু সারা খাদেমের সারাসাদাত খাদেমালশরিয়েহ নামেও পরিচিত। আন্তর্জাতিক চেস ফেডারেশন ওয়েবসাইটের তথ্যমতে, এই দাবাড়ুর বিশ্ব র্যাং কিং ৮০৪।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com