ইউরোপে গ্যাস সরবরাহ নিয়ে যা জানাল রাশিয়া

0

ইউরোপের দেশগুলোতে পুনরায় গ্যাস সরবরাহ করতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া। ইয়ামাল-ইউরোপ গ্যাস পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করার কথা জানিয়েছে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক।

এর আগে এই পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ করা হলেও পরে রাজনৈতিক কারণে তা বন্ধ হয়ে যায়। ইউরোপের বাজারে গ্যাসের ঘাটতি অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রুশ উপপ্রধানমন্ত্রী।

তিনি বলেন, ইয়ামাল-ইউরোপ পাইপলাইনটি রাজনৈতিক কারণে বন্ধ রয়েছে। এটি ব্যবহার করার সুযোগ রয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে এটি অনেকটা অব্যবহৃত অবস্থায় রয়েছে। জার্মানিতে মজুতকৃত গ্যাসের ওপর নির্ভর করার সিদ্ধান্তে রাশিয়া থেকে পোল্যান্ডের গ্যাস ক্রয় স্থগিত করার কারণে এমনটা হয়েছে।

চলতি বছরের মে মাসে রাশিয়ার সঙ্গে গ্যাস সরবরাহসংক্রান্ত চুক্তি বাতিল করে পোল্যান্ড। এর আগে গ্যাসের দাম রুবলে পরিশোধ করার রুশ প্রস্তাবে রাজি হতে অস্বীকৃতি জানায় দেশটি।

নোভাক আরও বলেন, মস্কো তুরস্কের মাধ্যমে অতিরিক্ত গ্যাস সরবরাহের বিষয়ে আলোচনা করছে। তবে সেখানে একটি গ্যাস হাব তৈরির পর এমনটা করা হবে।

তিনি দাবি করেন, পশ্চিমাদের ষড়যন্ত্রের কারণে মস্কো নর্ড স্ট্রিমের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করতে বাধ্য হয়। ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের পর থেকে রাশিয়ার সঙ্গে ইউরোপের জ্বালানি নিয়ে বিরোধ তৈরি হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com