ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি শিশু, দেখার অনুমতি পেলেন না মা

0

ইসরাইলের কারাগারে আটক ১৩ বছর বয়সি ফিলিস্তিনি শিশু আহমাদ মনশ্র। বুধবার শুনানির জন্য দেশটির বিয়ারশেভা আদালতে তোলা হয় তাকে। এ সময় সন্তানকে দেখার জন্য কাতর হয়ে ওঠেন মা। তবে তাকে সাক্ষাতের অনুমতি না দিয়ে তাড়িয়ে দেয় ইসরাইলি সেনাবাহিনী।  খবর ইয়েনিসাফাকের।

মানসিকভাবে বিকারগ্রস্ত আহমাদ মনশ্র। আটকের পর পুলিশি নির্যাতনে আরও খারাপ হয় তার অবস্থা। এমন অভিযোগ আহমাদের মায়ের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আহমাদের মাকে রুম থেকে বের করে দিচ্ছে এক ইসরাইলি পুলিশ।

এ নিয়ে তোলপাড় শুরু হয় টুইটারে। আহমাদের মুক্তির দাবিতে সোচ্চার হন প্রতিবাদী ফিলিস্তিনিরা।  ইতোমধ্যে হ্যাশট্যাগ ফ্রি আহমাদ মনশ্র ক্যাম্পেইন শুরু হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com