রাশিয়া সন্ত্রাসী কৌশল এখনো ত্যাগ করেনি: জেলেনস্কি

0

রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার রাতে নিয়মিত ভিডিও ভাষণে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের।

তিনি বলেন, দেশের জ্বালানি অবকাঠামোতে হামলার ফলে এই শীতে লাখ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

জেলেনস্কি বলেন, আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত যে রাশিয়া তার সন্ত্রাসী কৌশল এখনো ত্যাগ করেনি।

তিনি আরও বলেন, হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেছে রাশিয়া। অর্থ হলো— শত্রুরা আবারও নতুনভাবে প্রস্তুতি নিচ্ছে। যে কোনো সময় আঘাত করতে পারে৷ যদিও এটি স্পষ্ট যে আলো না থাকার কারণে শত্রুপক্ষ বিপাকে পড়েছে। তবে আলো ছাড়াই আমরা ভালোভাবে জানি যে কোথায় গুলি করতে হবে এবং কী মুক্ত করতে হবে৷

রাশিয়ান হামলার পর প্রকৌশলীরা বারবার জ্বালানি অবকাঠামোতে পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয় জেলেনস্কি বলেন, যতটা সম্ভব ইউক্রেনে সরঞ্জাম আনার জন্য সব কিছু করছেন।

এর আগে সোমবার জি-৭ নেতাদের ইউক্রেনে গ্যাস সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি চেয়ে জেলেনস্কি বলেন, আমাদের বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে সন্ত্রাস আমাদের প্রত্যাশার চেয়ে বেশি গ্যাস ব্যবহার করতে বাধ্য করেছে। এ কারণেই এই বিশেষ শীতে আমাদের অতিরিক্ত সহায়তা প্রয়োজন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com