রাশিয়ার ওপর হামলা হলে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে: পুতিন

0

রাশিয়ার ওপর কোন দেশ পরমাণু হামলা করলে পৃথিবীর মানচিত্র থেকে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  খবর ডেইলি মেইলের।

ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের বৈঠক শেষে এ কথা বলেন পুতিন।

রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধে শান্তিপূর্ণ সমাধান চায় রাশিয়া।  তবে মিনস্ক চুক্তি লঙ্ঘনের কারণে  তা আর সম্ভব হচ্ছে না।  এ সময় পশ্চিমাদের ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন পুতিন।

এদিন যুক্তরাষ্ট্রকে বন্দি বিনিময়ের আহ্বান জানান পুতিন।  এর আগে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনার এবং রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটকে মুক্তি দিয়েছে মস্কো এবং ওয়াশিংটন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com