গুজরাটে সপ্তম দফায় রাজ্য শাসনের যাত্রা শুরু করল বিজেপি
মোদিরাজ্য গুজরাটে প্রায় তিন দশক ক্ষমতায় থাকা বিজেপি সপ্তম দফায় রাজ্য শাসনের যাত্রা শুরু করল। আজ সোমবার দুপুরে গান্ধীনগরে রাজ্যের অষ্টাদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভূপেন্দ্র প্যাটেল। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবব্রত।
ভূপেন্দ্রর পরেই রাজ্যের সম্ভাব্য মন্ত্রীরা শপথ নেন। প্রাথমিক ভাবে শপথ নিয়েছেন ১৭ জন। পূর্বতন মন্ত্রিসভার প্রায় প্রতিটি সদস্যকেই নতুন মন্ত্রিসভায় রাখার ইঙ্গিত পাওয়া গেছে।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা। এ ছাড়াও বিজেপিশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাও হাজির ছিলেন।
বিজেপির একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, অল্প কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। মন্ত্রিসভার সদস্যসংখ্যা হতে পারে ২৮।
শপথগ্রহণের সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা ২০০ জন সাধু। উপস্থিত ছিলেন দলিত ও অনগ্রসর শ্রেণির প্রতিনিধিরাও। মন্ত্রিসভায় সমাজের সব অংশের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা হবে বলে আগেই জানিয়েছিল বিজেপি।