গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ পন্থায় সরকারকে প্রতিহত করতে হবে: ড. মঈন খান

0

আব্দুল মঈন খান বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশে এ ধরনের আচরণ হতে পারে না। বিরোধী দলকে যদি নিশ্চিহ্ন করতে হয় তাহলে সরকারের থাকার কি দরকার। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছি সরকার অবস্থা কতটা নাজুক, কতটা জনবিচ্ছিন্ন। সরকার সেই সুযোগটুকু না দিয়ে নৃশংস তান্ডব চালিয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিএনপির নয়াপল্টন কার্যালয় পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মইন খান বলেন, ‘১০ তারিখের সমাবেশের লক্ষ্য ছিল বর্তমান সরকারের চরিত্র মানুষের সামনে তুলে ধরা। বিরোধী দল সরকারের একটি অঙ্গ, তাদের নিশ্চিহ্ন করে দিলে রাষ্ট্র থাকতে পারে না এবং নেইও।’

তিনি বলেন, এ সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে। জনগণ রায় দিয়েছে। গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ পন্থায় এ সরকারকে প্রতিহতও করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com