নিহত মকবুলের পরিবারকে আর্থিক অনুদান দিল বিএনপি

0

ঢাকার বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত মিরপুর পল্লবী থানার ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মকবুল আহমেদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে দলটি।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিহত মকবুল আহমেদের স্ত্রী মেরিনা আক্তার বর্ষা এবং ছোট মেয়ে মিথুরা আক্তার মারিয়ার হাতে দলের পক্ষ থেকে অনুদানের নগদ এক লাখ টাকা তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

অনুদানের নগদ অর্থ তুলে দেওয়ার সময় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ঘটনার পরই মকবুলের পরিবারকে নগদ এক লাখ টাকা দিয়ে সাহায্য করেন ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এছাড়া মকবুলের একমাত্র কন্যার পড়াশোনার ভারও তিনি নেন।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এ অনুদান নিহত মকবুলের পরিবারের জন্য খুবই সামান্য। আমরা দলের পক্ষ থেকে চেষ্টা করব, তাদের জন্য আরও কিছু করার। আমাদের দল মকবুলের এই ত্যাগ সারাজীবন মনে রাখবে এবং তার অসহায় পরিবারের পাশে থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com