রাশিয়ার ড্রোন হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের ওডেসা শহর

0

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা শহরে শনিবার রাশিয়ার ড্রোন হামলায় শহরটির ১৫ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট প্রশাসনের ডেপুটি প্রধান কিরিলো টিমোশেঙ্কো বার্তা বিষয়ক অ্যাপ টেলিগ্রামে বলেছেন, এ মুহূর্তে নগরী বিদ্যুৎহীন। শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোয় বিদ্যুৎ সরবরাহ চালু আছে।

তিনি বলেন, পরিস্থিতি জটিল, তবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে শনিবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওডেসার বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্ধকারে ডুবে গেছে পুরো শহর। সেখানকার ১৫ লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে রাশিয়া ইরানের তৈরি কামিকাজে ড্রোন দিয়ে চালানো হামলার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে ওডেসা

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেয়ার আগ পর্যন্ত কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসা ইউক্রেনীয় ও রুশদের কাছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র ছিল।

সেখানকার গভর্নর মাকসিম মারচেঙ্কো শনিবার বলেন, রুশ ড্রোন হামলায় অঞ্চলটির প্রায় সব জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলার সময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com