সরকারের কথায় মানবাধিকার লঙ্ঘন করবেন না, আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে নুর

0

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আপনারা সরকারের কথায় মানবাধিকার লঙ্ঘন করবেন না। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এই দিবসটি সারাবিশ্বে পালন করে, অথচ বাংলাদেশের মানুষের মানবাধিকার নেই।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে পল্টনের দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী পথচারীদের মোবাইলে ফেসবুক, হোয়াসঅ্যাপ ও গ্যালারি চেক করছে। একাত্তর সালে পাকিস্তানের হানাদার বাহিনীর কায়দায় সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এমনটা করছে। যা ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

তিনি বলেন, সরকার ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে আইসিইউতে আর মানবাধিকারকে লাইফ সাপোর্টে পাঠিয়েছে। আইসিইউতে থাকা গণতন্ত্রকে সুস্থ করার জন্য গণতন্ত্রকামী মানুষদের সঙ্গে নিয়ে আজকে মানবাধিকার দিবসে রাজপথে নেমেছে গণঅধিকার পরিষদ। আমরা আজকে আন্তর্জাতিক দিবসে সরকারের মানবাধিকার লঙ্ঘন ও ত্রাস সৃষ্টি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com