স্বার্থহীন ভালোবাসা আর উত্তুঙ্গ আবেগের ক্রিকেটে যে ‘অশুভ গ্রহণ’ চলছে

0

স্বার্থহীন ভালোবাসা আর উত্তুঙ্গ আবেগের ক্রিকেটে যে ‘অশুভ গ্রহণ’ চলছে, টেস্ট ও টি২০-তে যে নিজেদের সীমাবদ্ধতায় দুর্বলতার প্রকাশ ঘটছে- তা নিয়ে আগে কানাঘুষা চললেও এখন ক্যামেরার সামনে এসেই স্বীকার করছেন ক্রিকেটাররা। এসবের পরও ওয়ানডে নিয়ে একটা প্রচণ্ড আত্মাভিমান রয়েছে টাইগারদের। এই ফরম্যাটে দম্ভের সুষুপ্তিও রয়েছে তামিম ইকবালদের। আপন করে নেওয়া সেই ফরম্যাটেই কিনা এবার জিম্বাবুয়ের কাছে সিরিজ হার! অবস্থা এতটাই নাজুক যে, ২১ বছর পর আফ্রিকার এই দেশটির কাছে হোয়াইটওয়াশ হওয়ারও দুশ্চিন্তা ঘিরে ধরেছে। বুধবার এই হারারেতেই বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের চারশতম ম্যাচ খেলতে নামছে। গেল ৩৬ বছরের পথচলায় কতই না উত্থানের গল্প দেখেছে বাংলাদেশ ক্রিকেট; হোক না তেমন একটা গল্প বুধবার।

যে ওয়ানডে দল টানা চারটি সিরিজ জিতে জিম্বাবুয়ে গিয়েছে, দক্ষিণ আফ্রিকাতে ঐতিহাসিক সিরিজের সঙ্গে যাদের নাম জড়িয়ে আছে- তারা কেন এভাবে র‌্যাঙ্কিংয়ের ১৫ নম্বর দলের কাছে নাস্তানাবুদ হলো? উত্তর দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো, ‘ছেলেরা ভুল থেকে শিক্ষা নিতে পারছে না।’ ক্যামেরার সামনে এর বেশি কিছু বলা কিংবা ভেতরের সমস্যাটা সামনে আনা সম্ভব নয়। তবে দলের মধ্যে আছে অনেক সমস্যা। রয়েছে উপদল, ব্যাটার-বোলারের শ্রেণিভেদ, নতুন-পুরোনোর প্রভাববলয়, বিসিবির সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপে নির্বাচকদের অসহায়ত্ব, চোখ-কান বন্ধ করে কোনোরকম চাকরি করে যাওয়া কোচদের নীরব কৌশল, পরের ম্যাচে টিকে থাকা-না থাকা নিয়ে স্বার্থপরতা। সেই সঙ্গে আছে একের পর এক মাইলফলক স্পর্শ করে যাওয়ার উন্নাসিকতা- এ সবকিছুই রয়েছে নিজের জায়গা থেকে ‘সুখী ও নিরাপদ’ থাকার। সবকিছুর মধ্যেই শুধু অনুপস্থিত ‘দলের স্বার্থ’টাই! এভাবেই অশুভ ছায়া পড়েছে বাংলাদেশের ক্রিকেটে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com