ভারতের বিহার রাজ্যে তেতো ওষুধ গিলতে হলো ক্ষমতাসীন বিজেপিকে
ভারতের বিহার রাজ্যে তেতো ওষুধ গিলতে হলো ক্ষমতাসীন বিজেপিকে। গেরুয়া শিবিরের হাত ছেড়ে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যিনি এবার আরজেডির সমর্থনে ফের বিহারের মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন। সূত্রের খবর, নয়া জোট সরকারে উপ-মুখ্যমন্ত্রী হতে পারেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ রাজভবনে পৌঁছান নীতীশ। ১৬০ বিধায়কের সমর্থনপত্র দিয়ে সরকার গঠনের দাবি জানান। তারপর রাজভবনের বাইরে নীতিশ বলেন, ‘হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিয়েছি।’ তিনি যোগ করেন, ‘এনডিএ তথা বিজেপির সঙ্গ ছেড়ে দেয়া পুরোপুরি (জেডিইউ) সিদ্ধান্ত।’
২০২০ সালের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছিল আরজেডি। এককভাবে ৭৫ টি আসন পেয়েছিল লালুপ্রসাদ যাদবের দল। সবমিলিয়ে ১১০টি আসনে জিতেছিল আরজেডির নেতৃত্বাধীন জোট। বিজেপি জিতেছিল ৭৭টি আসনে। জেডিইউ মাত্র ৪৫ টি আসনে জিততে পেরেছিল। তবে সার্বিকভাবে ম্যাজিক ফিগার পার করে গিয়েছিল এনডিএ জোট। ১২৫টি আসনে জিতেছিল।
কিন্তু গত দু’মাস ধরে অভিযোগ উঠতে থাকে, মহারাষ্ট্রের শিবসেনার মতো জেডিইউকে দুটি ভাগে ভেঙে দিতে চাইছে বিজেপি। সেক্ষেত্রে এমনিই মাত্র ৪৫ জন বিধায়ক নিয়ে দুর্বল জেডিইউ পুরোপুরি কোমায় চলে যেত। সেই পরিস্থিতিতে আজ বিজেপির সঙ্গে দিয়েছে নীতীশের জেডিইউ।
সূত্র : হিন্দুস্তান টাইমস