মুসলিম উম্মাহকে নতুন প্রজন্মকে উচ্চশিক্ষিত করে গড়ে তোলার আহ্বান আরশাদ মাদানির
দেশব্যাপী (ভারত) ধর্মীয় ও আদর্শিক বিরোধ নিরসনে জ্ঞানকে একমাত্র উপায় বলে মন্তব্য করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ও প্রখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি। এজন্য মুসলিম উম্মাহকে তাদের নতুন প্রজন্মকে উচ্চশিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
আল্লামা আরশাদ মাদানি বলেন, ‘এখন যেভাবে পুরো দেশে ধর্মীয় ও আদর্শিক বিরোধ শুরু হয়েছে, কোনো অস্ত্র কিংবা প্রযুক্তির মাধ্যমে তার মোকাবেলা সম্ভব নয়।’
তার মতে- এই যুদ্ধে জয়ী হওয়ার একমাত্র উপায় হলো- জ্ঞান। তিনি বলেন, ‘এই যুদ্ধে জয়ী হতে আমাদের নতুন প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে যোগ্য করে গড়ে তুলতে হবে।’
আল্লামা আরশাদ মাদানি বলেন, যদি তারা উচ্চশিক্ষিত হয়, ‘তাহলে তাদের জ্ঞান ও বিচক্ষণতা দিয়ে আদর্শিক এ যুদ্ধে শত্রুপক্ষকে পরাজিত করা সম্ভব।’