মসজিদে নববিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে স্লোগান

0

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর মসজিদে নববিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার সফরসঙ্গীদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পাকিস্তানিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) সৌদি আরবের একটি আদালত বিভিন্ন মেয়াদে পাকিস্তানের ৬ নাগরিককে এই কারাদণ্ড দেন।

মূলত শেহবাজ শরিফ ও তার প্রতিনিধিদলের সদস্যদের বিরুদ্ধে স্লোগান দিয়ে মদিনা নগরীর মসজিদে নববিকে অভিযুক্তরা অপবিত্র করেছেন বলে রায়ে জানিয়েছে আদালত। গত শুক্রবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

রায় ঘোষণার সময় সৌদি আদালত বলেন, হারাম-ই-মদিনায় ব্লাসফেমির অভিযোগে ছয় পাকিস্তানিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দেশটির মিডিয়া রিপোর্ট অনুসারে, অভিযুক্তদের মধ্যে তিনজন পাকিস্তানির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড এবং বাকি তিনজন পাকিস্তানিকে ৮ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর প্রতিবেদনে অনুযায়ী, ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়া তিন পাকিস্তানি হচ্ছেন- আনাস, ইরশাদ এবং মুহাম্মদ সেলিম। এছাড়া ৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত অন্য তিনজন হচ্ছেন- খাজা লুকমান, মুহাম্মদ আফজাল এবং গোলাম মুহাম্মদ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচারের মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় ওই ছয় জনকে ২ লাখ রিয়াল জরিমানাও করেছেন মদিনা আদালত। একইসঙ্গে অভিযুক্তদের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com