ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন জগদীপ ধনখড়

0

ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিপক্ষ মার্গেরেট আলভাকে বড় ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন শাসক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মনোনীত প্রার্থী জগদ্বীপ ধনখড়।

উপরাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল ধনখড় পেয়েছেন ৫২৮ ভোট। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ১৮২ ভোট। মোট ভোট পড়েছে ৭২৫টি। বাতিল হয়েছে ১৫টি ভোট।

শনিবার (৬ আগস্ট) ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন লোকসভার সচিব প্রধান উৎপল কুমার সিং। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি জে পি নাড্ডা দিল্লিতে জগদীপ ধনখড়ের বাসয় গিয়ে অভিনন্দন জানান।

উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগে থেকেই ফেভারিট ছিলেন ধনখড়। কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, পার্টি, শিবসেনার মতো দলের সমর্থন পেলেও শেষমেশ ধনখড়কে হারাতে পারলেন না মার্গারেট।

ধনখড়ের জন্মস্থান রাজস্থানে। সেখানে বিজেপি সমর্থক এবং সাধারণ মানুষকে আনন্দ মিছিল এবং মিষ্টিমুখ করতে দেখা গেছে। অনেকে ঢোল নিয়ে রাস্তায় বেরিয়ে আনন্দ মাতেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com